জীবন নগর পৌরসভা ৪নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ায় আনাস নামের দুই বছরের এক শিশু পুত্র তার বাড়ির পার্শ্ববর্তী খোদা বক্স মিয়ার পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে।
জানা যায়, মহানগর উত্তর পাড়ার মোঃ শিপন (২৪) এর দুই পুত্রের মধ্যে আনাস ছোট পুত্র। পরবর্তীতে, ৬ মার্চ সোমবার দুপুর ২ ঘটিকায় তার মা তানিয়া খাতুন (২১) আনাস কে খাবার খাওয়ানোর পর তাকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী এক বাসায় যায়। এরপর আনাস বাড়ির অন্যান্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে খেলতে খেলতে পার্শ্ববর্তী খোদাবক্স মিয়ার পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে তার মা তানিয়া খাতুন বাড়িতে আসলে আনাস কে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর বিকাল ৪ ঘটিকার দিকে আনাসের মৃতদেহ পুকুরে ভেসে ওঠে।
এদিকে আনাসের মৃত্যুতে মহানগর উত্তরপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :