চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে মুড়ি ফ্যাক্টরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স সরকার ট্রেডার্স এর ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে ইদুরের বিষ্ঠা মিশ্রিত চাউলে মুড়ি তৈরি, মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কারখানার চাউলের হলারে পাখির বিষ্ঠা, অস্বাস্থ্যকরভাবে প্যাকেট করা ও প্যাকেটে মেয়াদ মূল্য ইত্যাদি না দেয়ার অপরাধে মালিক মোঃ নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয় ও ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও এস আই চায়না এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান