নীলফামারীর ডোমার উপজেলার সকল কাব, স্কাউটস ও গার্ল গাইড সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক ডে ক্যাম্প’।
শুক্রবার (৩রা মার্চ) দিনব্যাপী উপজেলার ছোটরাউতা আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ডোমার শালকী মুক্ত মহাদল’ এর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ডে ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার। এতে সভাপতিত্ব করেন—ডোমার শালকী মুক্ত মহাদলের সভাপতি মোঃ কোহিনুর ইসলাম।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম প্রমূখ সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্যাম্পে অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কাউটস সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাবু জলসার মাধ্যমে বার্ষিক ডে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ রিশাদ