ঠাকুরগাঁওয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পন


উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল প্রকাশের সময় : ০১/০৩/২০২৩, ৭:৫২ অপরাহ্ণ /
ঠাকুরগাঁওয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পন

পুলিশ মেরোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের স্মরণসহ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পহস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলার ৫ জন শহীদ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় ঠাকুরগাঁও পুলিশ কমান্ড্যান্ট (এসপি) নাসির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মিথুন সরকার, সহকারি পুলিশ সুপার-সিআইডি, সহকারি পুলিশ সুপার (পিবিআই) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন