যশোর সদরের পাঁচবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় মটরসাইকেল আরোহী সাগর কুমার (৪০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার বিকালে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমার মাগুরা সদরের ওয়াপদাপাড়া এলাকার গুরুপদ দাসের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৫ টার দিকে সাগর কুমার শহরের নিউ মার্কেট থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মাগুরায় ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবাড়িয়া আমতলা নামক স্থানে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় একটি কাভার্ডভ্যান তার মাজার উপর দিয়ে চলে যায়। তখন ঘটনাস্থলেই সাগর নিহত হন।
এঘটনায় কিছুক্ষণ এ সড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এবং যান বহন চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানায় এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন