ঠাকুরগাঁওয়ে বিএনপির ১০ দফা দাবির পদযাত্রা


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ২৫/০২/২০২৩, ৬:২২ অপরাহ্ণ /
ঠাকুরগাঁওয়ে বিএনপির ১০ দফা দাবির পদযাত্রা

ঠাকুরগাঁওয়ে বিএনপির ১০ দফা দাবির পদযাত্রায় বিএনপির উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, জনগনের বদদোয়ায় আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে, তারা কখনোই উঠে দাড়াতে পারবেনা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জান দেবো মান দেবোনা, তবুও শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন করা হবেনা।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।

আমানুল্লাহ আমান আরো বলেন, ২০১৪ সালে ভোট সেন্টারে কুকুর ঘুমিয়েছিল এই সরকার অনির্বাচিত সরকার, ভোট ডাকাতির সরকার, অবৈধ সরকার। তাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও হাসিনার অধিনে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না।

পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির উপদেষ্টা আমানুল্রাহ আমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহ আরো অনেকে।

পত্রিকা একাত্তর/ সুমন