অপহরণ ভিকটিম ৭ম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করেছে খুলনা র্যাব-৬। সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে ভিকটিমকে মোঃ সোহাগ শিকদার নামের যুবক বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ভিকটিম কুপ্রস্তাবে রাজী না হওয়ায় শিকদার ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া এলাকা হতে নাবালিকা ভিকটিকে সোহাগ শিকদার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে ভিকটিমের মা র্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী ভিকটিমসহ খুলনা মহানগরীর সদর থানার নতুন বাজার এলাকা থেকে অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারী আসামী মোঃ সোহাগ শিকদার (২৫), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থেকে আটক করেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম