বিরামপুর থানা পুলিশ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দেবীপুর দোওলাপাড়া গ্রামের একটি গভীর নলকুপের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করে নিয়মিত মামলা রুজু করেছে। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট পরিমল কুমার সরকার তিন মাদক বিক্রতা ও এক ছাগল চোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
আটককৃত জুয়াড়িরা হলেন, দোওলাপাড়া গ্রামের জাহিদুল, আঃ সামাদ, শহিদুল, এনামুল, সাইফুর ও মেহেদী এবং দেবীপুর গ্রামের আমিনুল ও উমর আলী।
ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, ছাগল চোর মাধবপাড়া গ্রামের নাইম হোসেন এবং মাদক বিক্রতা কল্যাণপুর গ্রামের তৌফিক, পূর্বপাড়া গ্রামর মাহাবুব ও চকপাড়া গ্রামের শিউলী খাতুন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বুধবার জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৮ আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ এবং ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত ৪ আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানা হয়েছে।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা