নিখোজেঁর ৬ দিনেও খোজঁ মেলেনি মাদ্রাসা ছাত্রী সুমাইয়া বেগমের (১৪)। সুমাইয়া দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস গাজী ও ভানু বেগমের ছোট মেয়ে। সে দশমিনা উপজেলার নলখোলা শেফালী হাফেজি মহিলা মাদ্রাসার ছাত্রী।
সুমাইয়ার সেজো বোনের স্বামী মোঃ রবিউল সিকদার বলেন, গত ১৬ ফেব্রুয়ারী সুমাইয়া মোবাইল ফোন চাওয়ায় তার সেজো বোন শিমুল বেগমের সাথে সামান্য বাকবিতন্ডা হয় এর কিছুক্ষন পরেই নিখোজঁ হন সুমাইয়া।
সুমাইয়া নিখোজেঁর পর থেকে সকল আত্বীয় স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে মাইকিং করে ব্যাপক প্রচারনা চালান সুমাইয়ার পরিবার। সুমাইয়াকে কোথাও খুজেঁ না পেয়ে গত ১৯ ফেব্রুয়ারী সুমাইয়ার বোন খালেদা বেগম দশমিনা থানায় সাধারন ডায়রী করেছেন। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেছেন, সুমাইয়াকে খুজেঁ বের করার চেষ্টা চলছে।
পত্রিকা একাত্তর/ আসাদুল মল্লিক