দশমিনা উপজেলায় সংসদ সদস্যর কথা বলে হজ্বে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন একটি প্রতারক চক্র।
এঘটনায় সোমবার আলীপুরা ইউনিয়নের চাদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমীন দশমিনা থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, একটি ফোন থেকে তার নাম্বারে ফোন করে বলা হয় আপনি ও আপনার স্ত্রী হজ্বে যাওয়ার জন্য ধর্ম মন্ত্রনালয় কর্তৃক মনোনীত হয়েছেন তাই আপনাকে এখনি ১৫ হাজার ৩০০ টাকা পাঠাতে হবে। এরকিছুক্ষন পরেই ওই ফোন থেকে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার সাথে কথা বলার জন্য বলা হয়।
সংসদ সদস্য এস এম শাহজাদার হুবহুব কন্ঠে ওই শিক্ষকের সাথে কুশলাদি বিনিময় করে তাকে টাকা পাঠাতে বলেন। এর কিছুক্ষন পরেই ওই ফোন নাম্বারটি বন্ধ হয়ে যায়। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের পশ্চিম বড় গোপালদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, তিনি ও তার স্ত্রীকে হজ্বে নেওয়ার কথা বলে ফোন করেন প্রতারক চক্রটি, পরে ফোনের ওপ্রান্ত থেকে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার হুবহুব গলার স্বরে কথা শুনে বিশ্বাস করে ওই নাম্বারে ১৫ হাজার ৩০০ টাকা বিক্যাশ করে পাঠিয়ে দেন তিনি, কিছুক্ষন পরে ওই নাম্বার বন্ধ পাওয়া যায়, এখনো ওই নাম্বারের সিমটি ওপেন হয়নি।
তিনি আরো বলেন, এপর্যন্ত তিনি সহ ৫১ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। স্থানীয় সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী মোঃ আলমগীর হোসেন বলেন, কয়েকজন শিক্ষক তার কাছে ফোন করে হজ্বে নেওয়ার কথা বলে একটি প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়া বিষয়ে অভিযোগ করেছেন। সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, বিষয়টি জানার পরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছি যেন শিক্ষকরা সচেতন হন।
তিনি আরো বলেন, আমার কথা বলে যে কেউ টাকা চাইলেই যাচাই বাছাই না করে টাকা দিয়ে দেওয়াটাও বোকামির লক্ষন এবিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পত্রিকা একাত্তর/ আসাদুল মল্লিক