যশোরের শার্শা উপজেলার বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক যাত্রী কে আটক করেছেন বিজিবি। আটককৃত তোফাজ্জল হোসেনের বাড়ী মুন্সিগঞ্জ জেলায়।
রবিবার রাতে বিজিবির একটি চৌকস দল নিয়মিত তল্লাশি অভিযানে, কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন তল্লাশি করে তাকে আটক করেছেন।
যশোর বর্ডারগার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল জানান, দীর্ঘদিন যাবত ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। ইউএস ডলারসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন