রবিবার (১৯ ফেব্রুয়ারী ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের বেনাপোল পোর্ট ল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১:১০ ঘটিকায় যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ঘোষপট্টি সংলগ্ন নূর মার্কেটে সুমনের গার্মেন্টস দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে (১) মেহেদী হাসান সংগ্রাম (২৯), পিতা- মনির হোসেন,সাং-ভবেরবেড় মধ্যপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৫৪,০০০/= (চুয়ান্ন হাজার) টাকা।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন