যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। যদিও এ নিয়ে ভিন্ন কথা বলেছেন আটককৃতদের স্বজনরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন-তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। সেখানে পুলিশ অভিযান চালালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। তবে কেউ হতাহত হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি তাজা ককটেল।
আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ কে,এম,মোজাপ্ফার