যশোরের লেডি চাকুবাজ খ্যাত কিশোর গ্যাংয়ের হোতা মুসকান কে ইয়াবাসহ আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।
আটক মুসকান লামিয়া, যশোর শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে। শনিবার রাতে যশোর গাড়িখানা রোড থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরো দুই সহযোগি পালিয়ে গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।
পুলিশ আরও জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা
তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করেন না। এ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
উল্লেখ্য, গত শনিবার সকালে যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের সাবেক দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলেকে ছুরিকাঘাত করে মুসকানসহ তার অন্যান্য সহযোগিরা।
পুলিশ জানায় সন্ত্রাস ,মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন
আপনার মতামত লিখুন :