সুন্দরগঞ্জে নবীন সহকারি শিক্ষকদের বরণ


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ১৮/০২/২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ /
সুন্দরগঞ্জে নবীন সহকারি শিক্ষকদের বরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারি শিক্ষকদের বরণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ চত্বরে নবীন সহকারি শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি এস.এম রাশেদুল আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী।

এতে উদ্বোধক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, লালমনিরহাট পিটিআই’র সুপারিনটেনডেন্ট শামছিয়া আকতার বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল বাকী সরকার, সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমান, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাবব্বী মন্ডল, আব্দুর রহিম প্রমূখ। পরে নবযোগদানকৃত সকল শিক্ষকদের ফুল ও ডাইরি দিয়ে বরণ করেন কমিটির সদস্যরা। এর আগে সকল শিক্ষকদের কলম, টুপি প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল