বরগুনা পাথরঘাটায় অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করছে বরগুনা ৩১৫ সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ নাসিমা ফেরদৌস।
পাথরঘাটার পৌরসভা ও পাথরঘাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বেশ কিছুদিন ধরে বিতরণ করে আসছে তিনি।
পাথরঘাটার সদর, নাচনাপাড়া, রায়হানপুর, কাঁঠালতলী, চরদোয়ানী, কালমেঘা, কাকচিড়াসহ বিভিন্ন এলাকায় এগুলো বিতরণ করে আসছেন। অত্যন্ত, গরিব ও দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার এবং ব্যাক্তিগত তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে।
নাসিমা ফেরদৌসী জানান, এখন পর্যন্ত দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো বিতরণের কার্যক্রম চলছে। এছাড়াও প্রতিবছর ঈদ ও কুরবানীতে আমার সাধ্য মতো শাড়ি কাপড় ও নগদ অর্থ বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে আসছি।
পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম