(১৪ ফেব্রুয়ারী ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ নূর ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, যশোর, সংগীয় এসআই (নিঃ)/ মোঃ শফি আহমেদ রিয়েল, এএসআই (নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই (নিঃ)/১২৯৪ মোঃ শফিউল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন খড়কী ৫নং ওয়ার্ড সাকিনস্থ শাহ আব্দুল করিম রোডে ধৃত আসামী আবু সাদাত মোহাম্মদ ফিরোজ(৪৭), পিতা-মৃত আবু ইউসুফ মেম্বার এর দোতলা বিল্ডিং এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। আবু সাদাত মোহাম্মদ ফিরোজ(৪৭), পিতা-মৃত আবু ইউসুফ মেম্বার, মাতা- সুফিয়া বেগম, সাং- খড়কী (পীর বাড়ির পাশে), ৫নং ওয়ার্ড্, ২। রমজান শেখ (৩১), পিতা-মোঃ ফায়েক শেখ, মাতা-রেখা বেগম, সাং খড়কী (রেলগেট পশ্চিমপাড়া), ৬নং ওয়ার্ড, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
পত্রিকা একাত্তর/ কে,এম,মোজাপ্ফার