ভালবাসা দিবস নিয়ে অনেকের অনেক মতভেদ রয়েছে। সেই মতভেদকে পিছনে রেখে দিয়ে পিতা-মাতার প্রতি সন্তানের ভালবাসা, শিক্ষার্থীর প্রতি শিক্ষকের ভালবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালবাসা ও প্রেমিককের প্রতি প্রেমিকার ভালবাসার ধারাবাহিতকায় ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ফুল দিলেন শিক্ষার্থীকে।
মঙ্গলবার স্কুলে সমাবেশে শেষে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সহকারি প্রধান শিক্ষক সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মুসলিম আলী আব্দুর রহিম, জালাল উদ্দিন, কবির হোসেন সরকার, হায়দার আলী, সেলিনা পারভীন বেগম, রুমি সরকার, সেলিম মিয়া, মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার সকল শিক্ষার্থীকে একটি করে গাঁদা ফুল প্রদান করেন। ব্যতিক্রম এই উদ্যোগটিতে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।
এদিকে ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে উপজেলার ফুলে দোকান গুলোতে উফছে পড়া ভীড় লক্ষ করা গছে। পাশাপাশি প্রতি ফুলের দাম বৃদ্ধি পেয়েছে চারগুণ।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল