patrika71
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় র‍্যাব-৪ এর অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৩ জন মাদক কারবারি”কে আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহ্নত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সুত্রে জানা যায়, রাজশাহী জেলার স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান (২৮), রিপন আলী (২৭) এবং আসাদুজ্জামান (২১) কে মাদক সহ হাতেনাতে আশুলিয়া থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

আটককৃত দের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম