সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় কুষ্টিয়ার মিরপুরের কৃতিসন্তান বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে রবিবার (১২ই ফেব্রুয়ারী, ২০২৩ ইং) আইনজীবী সমিতির নতুন ভবনের হল রুমে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মিঠুর পরিচালনায় প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত বিচারপতি আবু জাফর সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ আবু তাহের, বিচারপতি আবু জাফর সিদ্দিকীর সহধর্মিণী ড. নার্গিস আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন