১২.০২.২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত কনস্টেবলদের চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
পুলিশ সুপার সদ্য যোগদানকৃত কনস্টেবলদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সহ জনগণের জানমালের নিরাপত্তায় সার্বিকভাবে কাজ করার আহ্বান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আরআই, পুলিশ লাইন্স, আরও-১, রির্জাভ অফিসসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান