লক্ষ্মীপুরে গতকাল রাতে পৌর শহরের ১১ নং ওয়ার্ড আটিয়াতলি এলাকার আশা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-কুমিল্লা হাইওয়ে রোডে লক্ষ্মীপুরগামী উপকূল বাস হতে ১০ কেজি গাঁজা সহ ব্যবসায়ী মোঃশফিউল আলম (৪৬) ও মোঃ জাকির হোসেন (৩৩) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা সংস্থা।
জানা যায় গতকাল (১১/০২/২৩) রাত ২১:৩৫ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো’র দিক নির্দেশনায় এএসআই মোঃ জয়নাল আবেদীন ও এসআই মোঃ দুলাল মিয়া এবং সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অস্থায়ী চেক পোষ্ট পরিচালনা করর।
গ্রেফতারকৃত ১ম আসামী মোঃ শফিউল আলম (৪৬) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৮ নং মুন্সিরহাট ইউনিয়নের ১৩ নং ওয়ার্ডের (মুন্সি বাড়ি) মৃত আব্দুল আজিজ ও মাতা শামসুন্নাহারের ছেলে।
২য় আসামী মোঃ জাকির হোসেনও (৩৩) একই জেলার একই থানার ৬ নং গোলপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (চৌধুরী বাড়ির পার্শ্বে)পিতা এরশাদ মিয়া ও মাতা রাবেয়া বেগমের ছেলে।
জেলা গোয়েন্দা সংস্থা জানান, উক্ত আসামীগন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারী এবং বিজ্ঞ আদালতে উক্ত আসামীদের নামে একাদিক মামলা বিচারাধীন আছে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ