চরমোনাই পীরের শ্রমিকদের নিয়ে সংগঠিত সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে ডাঃ নাছির আহমেদ কে সভাপতি, আব্দুল লতিফ কে সহ-সভাপতি এবং মাওলানা আবুল বাশার কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোরশেদ আলম ও অর্থ সম্পাদক আতিকুর রহমান মনোনীত হোন।
আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকা হতে জেলা কার্যালয়ে এই সংগঠনের উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে এবং ডাঃ নাছির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেয মাওলানা সিদ্দিকুর রহমান এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ