শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ৮ফেব্রুয়ারি বুধবার দিনে ও রাতে ২৫ শতাংশ জমির প্রায় ৬/৭ শতাধিক কলাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পৌরসভার কলাকান্দা মহল্লায়।এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে কলা বাগানের মালিক বাবু মিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীবরদী পৌরসভার কলাকান্দা মহল্লার সাফিজল ওরফে নুনু মিয়ার ছেলে বাবু মিয়া প্রায় ১ বছর আগে একই মহল্লার মৃত আছর উদ্দিনের ছেলে আব্দুল হালিমের নিকট থেকে ২৫ শতাংশ জমি ৩ বছর চুক্তিতে ইজারা নেয়। পরে ওই জমিতে সে কলার বাগান করে। গত বুধবার রাতে ও দিনের বেলায় ওই জমিতে রোপনকৃত ৬/৭ শতাধিক কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতেকরে ওই কলা বাগানের মালিক বাবু মিয়া প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাগানের মালিক বাবু মিয়া জানান, আমি গত বছর হালিম মিয়ার কাছ থেকে ২৫ শতাংশ জমি ইজারা নিয়ে কলার বাগান করেছি। ইতিমধ্যেই বাগানের ফল আসা শুরু করেছে। ৫০-৬০টি গাছের কলার ছড়ি ৪শত টাকা করে বিক্রি করেছি। আমার কলার বাগান এভাবে কেটে ফেলায় আমি ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি গরীব মানুষ এতবড় ক্ষতিতে বউ বাচ্চা নিয়ে দিশেহারা হয়ে পরেছি।
বাবু মিয়ার মাতা বানেছা বেগম জানান, আমার ছেলের কলাবাগান কেটে ফেলায় অনেক ক্ষতির সন্মুখিন হয়েছে। এছাড়া ওই মহল্লার বাসিন্দা আব্দুল হকের ছেলে সুরুজ মিয়া, সওদাগড় আলীর ছেলে শাকিল, মৃত আবু বক্করের ছেলে জালাল উদ্দিন জানান, বাবু মিয়া গরীব মানুষ। সে আব্দুল হালিমের কাছ থেকে ২৫ শতাংশ জমি ইজারা নিয়ে কলা বাগান করেছিল। গতকাল দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে।
এ ব্যাপারে বাবু মিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
পত্রিকা একাত্তর/ আবু হেলাল