বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি ৩১ তম জন্মদিনে দুবাইয়ের সমুদ্রে বেলি ড্যান্সে মগ্ন এই অভিনেত্রী। পিছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। মাঝ সমূদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করলেন নোরা।
জন্মদিনের এমনই মুহূর্ত নিজের ইন্সটা প্রোফাইল থেকে শেয়ার করলেন তিনি। জন্মদিনে মাঝ সমূদ্রে কোমর দোলালেন নোরা। সামনে রাখা কেক, ফুলের তোরা। জামাতে রঙ-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন অভিনেত্রী
শুধু তাই নয় আরবি গানে ইয়টেই বেলি ডান্স করতে দেখা যায় নোরাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের নাচের ভিডিও শেয়ার করেন, তা দেখে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী। মাঝ সমুদ্রে ইয়টে বেলি ডান্স করে নোরা ফতেহি যে ঝরাচ্ছেন, তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রত্যেক মন্তব্যে অনুরাগীদের প্রশংসায় উঠে আসতে শুরু করে। দেখুন নোরা ফতেহির ভিডিও।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ