কুমারখালী থানায় বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ০৮/০২/২০২৩, ১১:২৫ অপরাহ্ণ /
কুমারখালী থানায় বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত

অদ্য ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ কুমারখালী (কুষ্টিয়া) থানার আয়োজনে জনাব মোঃ মোহসীন হোসাইন, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়ার সভাপতিত্বে কুমারখালী থানা প্রাঙ্গনে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয়কে কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রধান অতিথি মহোদয় বিভিন্ন বাস্তব ঘটনা/অভিজ্ঞতা উল্লেখ করে বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, কুমারখালী থানার অফিসার/ফোর্স, থানার সকল বিট অফিসার, কুমারখালী উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, দফাদার, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণ।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন