বাগেরহাটে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া নারীদের তৈরি পন্য নিয়ে দিন ব্যাপি পন্য মেলা এবং উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বাগেরহাট সদর উপজেলার গনবিদ্যালয় প্রাঙ্গনে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া নারীদের তৈরি জুতা, মাটির পাত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, বেত ও বাশের তৈরি শোপিচসহ বিভিন্ন পন্যের ৪০টি স্টল ছিল। সকাল থেকে উদ্যোক্তা ও বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখড়িত হয় মেলা প্রাঙ্গন। দর্শনার্থীরা বিভিন্ন পন্য দেখেন প্রয়োজন অনুযায়ী ক্রয় করেন। দীর্ঘদিন পরে রুপান্তরের উদ্যোগে এমন আয়োজনে খুশি অসহায় নারী উদ্যোক্তারা।
পরে বিকেলে মেলার সমাপনি ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশেস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, বাগেরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে রুপান্তরের পক্ষ থেকে বাগেরহাট শরণ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে ভ্যান ও ময়লা রাখার বিন প্রদান করা হয়।
এর আগে অতিথিগণ মেলা পরিদর্শণ করেন এবং উদ্যোক্তাগনের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনের অতিথিগণ।
পত্রিকা একাত্তর/ আবু তালেব