বাঘায় পুলিশের অভিযানে গাঁজার তাজা গাছ সহ আটক- ১


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৭/০২/২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ /
বাঘায় পুলিশের অভিযানে গাঁজার তাজা গাছ সহ আটক- ১

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে গাঁজার তাজা গাছ সহ রতন আলী নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ ফেব্রুয়ারী) রাতে বাঘা থানা পুলিশ পরিদর্শক আব্দুল করিম এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই হারুনুর রশিদ, এসআই মেহেদী হাসান-১, এসআই শাহরিয়ার নাসিম, এএসআই আতাউর রহমান, এসআই তরিকুল ইসলাম ও এএসআই আব্দুল মালেক- ২ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রতন আলী (৩৯) উপজেলার বাজু বাঘা ইউনিয়নের চন্ডিপু এলাকার আশরাফ আলীর ছেলে।

থানা সুত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন এ-র নির্দেশে অভিযানে যায় বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় রতন আলীর বসত বাড়ীর আঙ্গীনার পূর্ব কোনা থেকে একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। ডাল পাতাসহ যার ওজন ২৫ কেজি এবং অনুমানানিক মূল্য ২ লক্ষ ৫৪ হাজার টাকা। এছাড়াও নগদ এক লক্ষ টাকা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, আটককৃত আসামী রতন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম