ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক রিপোর্ট প্রকাশ


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৬/০২/২০২৩, ৪:০৪ অপরাহ্ণ /
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক রিপোর্ট প্রকাশ

চলতি বছরের জানুয়ারী মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে মোট প্রায় ৭ হাজার রোগী সেবা পেয়েছেন বলে জানানো হয়।

সোমবার (৬ই ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী জানুয়ারী মাসে প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, হাসপাতালের আউটডোরে সেবা পেয়েছেন চার হাজার ২৭১ জন রোগী। যার মধ্যে এক হাজার ৪৭৯ জন পুরুষ ও দুই হাজার ৭৯২ জন মহিলা। ইনডোরে এক হাজার ১৬৭ জনের মধ্যে ৪৬৮ জন পুরুষ ও ৬৯৯ জন মহিলা সেবা পেয়েছেন। এছাড়া জরুরী বিভাগে এক হাজার ৪৯১ জনের মধ্যে ৬৭৬ জন পুরুষ ও ৮১৫ জন মহিলা জরুরী সেবা পেয়েছেন।

অন্যদিকে, গর্ভবতী ও প্রসূতি বিভাগের এএনসি খাতে ৫৩১ জন ও পিএনসি খাতে ২২৮ জন নারী সেবা পেয়েছেন। এছাড়া হাসপাতালে গত জানুয়ারী মাসে ১০২টি নরমাল ডেলিভারি ও ২৪টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। অন্যান্য মেজর অপারেশনের মধ্যে হাইড্রোসিল ১টি, হার্নিয়া ৫টি, অ্যাপেন্ডিসেকটোমি ৩টি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি ৪টি সম্পন্ন হয় এবং জরায়ু-মুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ভায়া টেস্ট করা হয়েছিল ১৫৬টি। যেখানে ৪ জনের পজিটিভ হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ