ফেনী সমিতি কাতারের কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৬/০২/২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ণ /
ফেনী সমিতি কাতারের কমিটি গঠন

ফেনী সমিতি কাতারের বিশেষ সভা ৩রা ফেব্রয়ারী শুক্রবার কাতারের রাজধানী দোহাতে শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির অতীতের মানবিক কর্মকান্ড নিয়ে এবং বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহীদুল্লাহ হায়দারকে সভাপতি এবং তরুণ সমাজ সেবক মোকারম আলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সুপার সেভেন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সমিতির কার্যনির্বাহী সদস্য হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন পাটোয়ারী রনি।

স্বল্প সময়ের মধ্যে ৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

পত্রিকা একাত্তর/ মাজিদ