ডোমারে বই পড়া উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৫/০২/২০২৩, ৮:২৭ অপরাহ্ণ /
ডোমারে বই পড়া উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

ছাত্র-ছাত্রীদের বই পড়ার আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমারে দুইদিন ব্যাপী ‘বই পড়া উৎসব প্রতিযোগিতা’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (৪ঠা ফেব্রুয়ারী) সকালে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের উন্মুক্ত মঞ্চে ‘বই পড়া উৎসব প্রতিযোগিতা-২০২৩’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র এবং শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—সংগঠনের গ্রন্থাগার সম্পাদক ও বই পড়া উৎসব প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন।

সংগঠনের সংরক্ষিত নারী সদস্য নাজিরা ফেরদৌসী চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, সাধারণ সম্পাদক মো. আনজারুল হক, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, আজীবন সদস্য আবু সুফিয়ান লেবু, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু প্রমূখ সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজন।

পরে, উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বই পড়া উৎসব প্রতিযোগিতার বিজয়ী ৩১ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ