আওয়ামী লীগের অসহযোগিতায় জামানত হারালেন ১৪ দল প্রার্থী


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৫/০২/২০২৩, ৭:২৯ অপরাহ্ণ /
আওয়ামী লীগের অসহযোগিতায় জামানত হারালেন ১৪ দল প্রার্থী

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন ১৪ দল মনোনীত প্রার্থী জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীসহ চারজন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে মোট ৩ লাখ ২৬ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৩৪ জন ভোট দিয়েছেন। এতে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট

আর ১৪ দল মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে ১১ হাজার ৩৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে ২ হাজার ২৫৭ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ আম প্রতীকে ৯৫১ ভোট এবং বাংলাদেশ ন্যাশনানিল্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ১ হাজার ৪১২ ভোট পেয়েছেন। এই চার প্রার্থী জামানত হারিয়েছেন।

জামানত হারানোর বিষয়ে জানতে চাইলে ১৪ দলের প্রার্থী জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এত কম ভোট পাব বুঝতে পারিনি। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা রক্ষা করেননি বলে আজকে এমন অবস্থা ১৪ দলের।প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো বাস্তবে কাজ করেনি।

লাঙ্গল প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এক ভিডিও সাক্ষাৎকারে বলেন বিশেষ করে সাবেক এমপি ইমদাদুল হক আমাকে সহযোগিতা করেছেন, ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা সহযোগিতা করেছেন, জনগণ আমাকে ভোট দিয়েছে, এ জয় রাণীশংকৈল ও পীরগঞ্জ বাসীর জয় ঠাকুরগাঁও ৩ আসনের মানুষের জনগণের জয়। , এর আগেও আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। সব সময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি।

এদিকে জাতীয় পার্টির প্রার্থীর বিজয়ের পর জেলা পরিষদ সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দীন চেয়্যারম্যানের ছেলে শিক্ষক নেতা আখতারুজ্জামান কে ফুলের মালা পড়িয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন জাতীয় পার্টির নবনির্বাচিত এমপি হাফিজ উদ্দিন,এসময় তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

পত্রিকা একাত্তর/ সুজন