চুয়াডাঙ্গা জীবন নগরে মাঘ মাসেই আগাম সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। এ যেন মধু মাসের আগমনী বার্তা। শীত আর কুয়াশার রিক্ততা মুছে প্রকৃতি জুড়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ করার উৎসব।
এমন সময় মুকুলের মৌ-মৌ গন্ধ, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন মাতিয়ে তুলেছে প্রকৃতি, এতে মুগ্ধ আম চাষীরা।চুয়াডাঙ্গা জেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের আম চাষী তারিকুর রহমান বলেন, তার বাগানে দুই জাতের ল্যাংড়া ভোগ ও হিমসাগর গাছে মুকুল এসেছে।
এছাড়াও বসতভিটাসহ বাড়ির ওঠানে ছোট ছোট কিছু আম গাছের সবুজ পাতা ছাপিয়ে স্বর্ণালী রূপে মুকুলের পুষ্প মঞ্জুরীতে ছেঁয়ে গেছে। নির্ধারিত সময়ের একমাস আগে মাঘের শুরুতেই আবহাওয়াগত ও জাত ভেদের কারণে অনেক আম গাছে মুকুল দেখা দিয়েছে।
অন্যদিকে জীবন নগর ও দামুড়হুদা উপজেলা সীমানার বিশেষ স্থান গড়ে উঠেছে এই অঞ্চলের শ্রেষ্ঠ আম বেচাকেনার একমাত্র আমের মুকাম। আম ব্যাবসায়ী সমিতির একজন মোঃ ফারুক হোসেন, ও বিশিষ্ট আম ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান মিলন জানান, এবছর আমগাছে মুকুলের পরিমাণ অনেক বেশি, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আমাদের আড়ৎদারি ব্যবসা ভালো হবে।
জীবননগর উপজেলা কৃষি অফিসার জানান, এ উপজেলায় বাণিজ্যিক ভাবে আমের চাষ শুরু হয়েছে, এখানকার আম দেশের গুন্ডি ছাড়িয়ে বিদেশও রপ্তানি হচ্ছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় আম গাছে আগাম মুকুল এসেছে। কুয়াশা থেকে গুটি রক্ষায় আম চাষী ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :