এসএসসি পরীক্ষায় পাশ করার কেটে গেছে ৩৭ বছর। এই দীর্ঘসময়ে এসব বন্ধুরা একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। তবে গত কয়েক বছরে সারা দেশের চেনা বা অচেনা ফেসবুকের মাধ্যমে এক হয়ে উদযাপন করছেন বন্ধুত্ব। স্রেফ আনন্দই নয়, বাস্তবে সামাজিক নানান দায়িত্বও পালন করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। বন্ধু, সম্পর্কটাই এমন মধুর। বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছো কিন্তু তাকে তুমি চেন না। কিন্তু তুমি জানো সে তোমার বন্ধু। সেই বন্ধুর জন্য ছুটে এসেছো শত মাইল দূর থেকে- এসএসসি ১৯৮৬ সালের পাশ করা বন্ধুরা গড়ে তুলেছে এমন বন্ধুত্বের মেলবন্ধন।
আর সেই বন্ধুত্বের ডাকে সারা দিতেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে আমরা একত্র হয়েছি প্রায় ২৫০০ বন্ধু। পূর্বাচলের সি-শেল পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুরা এতে অংশগ্রহণ করে। বন্ধুদের সমাগমে মিলনমেলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং উপস্থিত বন্ধুদের পরিচিতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। শুভেচ্ছা বক্তব্য দেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, জেলা জজ আব্দুল হালিম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকবর আলী, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আনছার উদ্দিন, এসএসসি ১৯৮৬ বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি সাদেকুল ইসলাম সাজু, এসএসসি ১৯৮৬ বাংলাদেশ ফেসবুকের পেজের অ্যাডমিন মনোয়ার রেজা খান, আনোয়ার হোসেন, আজাদ হোসেন রাজু, অ্যাডভোকেট পারভীন, শায়লা হাফিজ, শফিউল্লাহ পলিন, খন্দকার মোস্তফা শাহিন মাসুম, সাজ্জাদ হোসেন, মোর্সেদ কবির তুষার, নাহিদ আক্তার, আইউব সাবের টিপু, আরিফ সামস, আনোয়ারুল হক, কাজি আজমল হোসেন, জাকির হোসেন মহিন, সেলিম খান, সঞ্চিতা দাস, মাসিউল আলম, সাজ্জাদ হোসেন প্রমুখ।
জুমার নামাজ ও দুপুরের খাবার বিরতির পর বিকেলে আড্ডা, গান, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগীত পরিবেশন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, দিঠি আনোয়ার, পথিক নবী, মিলন মাহমুদ, পলাশ ও পারভেজ সাজ্জাদ। আকর্ষণীয় র্যাফল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পত্রিকা একাত্তর/ শাহাজাহান বিপ্লবী
আপনার মতামত লিখুন :