সোমবার সারে ৯টায় আমতলী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল, সমাজসেবা অফিসার কাওসার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমনসহ উপজেলার সন্মানিত কর্মকর্তাবৃন্দরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রিপন। আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম সিকদার, আমতলী মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেওয়ান কবির, সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান বলেন, আইনশৃংখলা আগের চেয়ে ভালো রয়েছে তবে কিছুদিন আগে কলাপাড়ায় আমতলীর শ্রমিক নেতা বেল্লাল হত্যা মামলার অগ্রগতির বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অটোরিক্সা বন্ধের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, যারা অটোরিক্সা চালায় তারা নিতান্ত গরীব, অসহায়, আয়ের একমাএ উপায় এটা বন্ধ হলে তাদের পথে নামতে হবে।বেকার হয়ে গেলে চুরি ডাকাতিসহ মাদক ব্যবসায় জড়িয়ে পড়বে। তাই এগুলো বন্ধ না করে তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য সভায় পরামর্শ দেন।
আমতলীর থানার সার্বিক আইনশৃঙ্খলার অগ্রগতির বিষয়ে আলোকপাত করে অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, কলাপাড়া টিয়াখালীতে হত্যা মামলার বিষয়ে যাবতীয় সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ তদন্ত ও পর্যালোচনা চলমান রয়েছে, তাছাড়া কোন ক্লুলেস হত্যা মামলার আসামী অনেক ক্ষেএে দ্রুততম সময়ে হত্যাকারী সনাক্ত হয় আবার কোন কোন ক্ষেএে একটু সময় লেগে যায়।তবে তদন্ত চলছে আশা করি খুব শীঘ্রই আমরা আসামী সনাক্ত করতে সক্ষম হবো।
সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন,সকাল হলেই শহরে মাইকিংয়ের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, রাত ১২টার পর সকল ধরনের মাইকিং বন্ধে আমতলী থানা অফিসার ইনচার্জ কে নির্দেশনা দেন। এবং আগামী মাস থেকে আইনশৃংখলার মিটিংয়ের মাসিকসভা সকাল ১০টায় শুরু হবে বলে তিনি জানান।এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
পত্রিকা একাত্তর/ মনিরুল ইসলাম