গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে থানার অফিসার ফোর্স থানা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ২৯/০১/২০২৩ তারিখে ৭ঃ৫০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্থ দৌলতদিয়া শহীদ মিনার সংলগ্ন রঞ্জিত সাহা এর রবিন জুয়েলার্স নামক দোকানের দক্ষিন পাশে পোড়াভিটার গলি থেকে মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ শেখ(২৩), পিতা-মোঃ মিজানুর শেখ, গ্রাম- লক্ষিপুর,ও মাদক ব্যবসায়ী ২. জাকির শেখ(২৪), পিতা-রফিক শেখ, গ্রাম- লক্ষিপুর (সাং-গুহলক্ষীপুর লাশকাটা বস্তি), উভয় থানা- কোতয়ালী, জেলা –ফরিদপুরদ্বয়কে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ । মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ শেখ এর বিরুদ্ধে পূর্বের আরো ০৯ টি মাদক মামলা এবং মাদক ব্যবসায়ী জাকির শেখ এর বিরুদ্ধে পূর্বের আরো ৮ টি মাদক মামলা রয়েছে।
একই তারিখ ১০.৫০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পতিতালয় সংলগ্ন মুক্তি মহিলা সমিতির ভবনের সামনে ফাঁকা মাঠের উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আমিন মন্ডল, ভেসাল (২৫) পিতা- মৃত আজাহার মন্ডল, সাং- উত্তর দৌলতদিয়া, কিয়ামুদ্দিন মোল্লার পাড়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ীকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আরো ০৩ টি মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্তে থানায় পৃথক পৃথক দুইটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :