ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
রবিবার রাত ১১ টার দিকে কুয়াশা ছেয়ে যায় নদী পথ দূর্ঘটনা এরাতে ফেরি চলাচল বন্ধ করা হয়। সোমাবার সকাল ১০ঃ৩০কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী শাখার ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান।
কুয়াশায় ১১ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু তিনি বলেন, “ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। রবিবার রাত ১১ টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”
সকাল ৭টার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশার মধ্যে শতাধিক যানবাহন আটকা পড়েছে; এর মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি। তীব্র শীতে ঘাটে আটকে পড়া গাড়ির চালক ও যাত্রীদের কষ্ট পোহাতে হয়েছে।
কুয়াশার ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি শাহ পরান ঘাট থেকে ছেড়ে যায়।
চৌগাছা থেকে ছেড়ে আসা জননী পরিবহন যাত্রী কামরুজ্জামান খান বলেন, “রাত ১১ টায় ঘাটে এসেছি। ফেরিতে উঠবো, এমন সময় কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারারাত প্রচণ্ড কষ্ট হয়েছে।
কুয়াশার ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, যাত্রী ও গাড়ির চাপ থাকায় ১৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :