বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একতারা প্রতীকে ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন।
শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় চিত্রনায়িকা মুনমুনকে হিরো আলমকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।
নায়িকা মুনমুন সাংবাদিকদের বলেন, নওগাঁয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি হিরো আলমের জন্য ভোট চাইতে বগুড়ায় এসেছেন। হিরো আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করুন। আমি চাই, হিরো আলম তুমি বিজয়ী হও। তুমি হিরো হতে চেয়েছিলে, সারা দেশ তোমাকে চেনে। এটা তোমার সাকসেস, বলেন মুনমুন।
প্রচারণায় আরও চমক দেওয়ার ইঙ্গিত দিয়ে হিরো আলম জানান, প্রচারণার শেষ সময়ে আরও চমক থাকবে। চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে একতারা প্রতীকের লিফলেট পৌঁছাব নির্বাচনী এলাকায় ভোটারের হাতে। নির্বাচনী প্রচারণায় নতুন চমক দেখবেন ভোটারেরা।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :