নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ২৭/০১/২০২৩, ৬:১৭ অপরাহ্ণ / ০ Views
নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রুপগঞ্জ বাঁধাঘাট চত্বরে উন্মুক্ত গ্যালারীতে চারুনীড় নড়াইলের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চিত্র প্রদর্শনীর পাশাপাশি বেলা ১১টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে চারুনীড় নড়াইলের সভাপতি নাজমুল হাসান লিজার সভাপতিত্বে পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, চিত্রশিল্পী ডিডি মল্লিক, ড্রামা সার্কেলের পরিচালক মুন্সি আসাদুর রহমান প্রমুখ।

প্রদর্শনীতে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনের ৪৪জন শিশু অংশগ্রহন করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু