আদালতে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ!


উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ প্রকাশের সময় : ২৭/০১/২০২৩, ৮:২৯ পূর্বাহ্ণ /
আদালতে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ!

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষকে ঘায়েলের উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আদালত সূত্র জানা যায় যে, পাদ্রীশিবপুর নিবাসী মোঃ মকফের আলী মাস্টারের বখাটে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমিদস্যু পুত্র মোঃ নুর আলম ও নূর হোসেনের সাথে একই এলাকায় এবং একই বাড়ির চাচা ও চাচাতো ভাই বোনদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। যাহা ইতিমধ্যে স্থানীয় ইউপি সদস্য চকিদার ও চেয়ারম্যান মহোদয় এর মাধ্যমে একাধিকবার আপোষ মীমাংসা করার জন্য চেষ্টা করিয়া ব্যর্থ হলে ২০২২ সালের গত ৪ ঠা ডিসেম্বর স্থানীয় আপস-মীমাংসা তোয়াক্কা না করে উক্ত তারিখে একই গ্রামের রজব আলী হাওলপুত্র আঃ আব্দুর রাজ্জাক ওরফে রব, মোঃ হানিফ তালুকদার, আঃ রাজ্জাক ওরফে রবের পুত্র খোকন ও আব্দুল হক, হানিফ হাওলাদার এর পুত্র সোহেল, সুজন, কন্যা শিমুল বেগম, পুত্র সাগর শফিক,  চুন্নুর স্ত্রী নাসিমা, সাদ্দামের স্ত্রী মুকুল, রাজ্জাক রবের স্ত্রী জাকিয়া বেগমকে বাংলাদেশ দন্ডবিধি আইনের- ১৪৩/৪৪৭/৩২৩/৪৮৫/৩৮৭/৩৭৯/৩৫৪/৫০৬(২) ধারায় আসামি করে মোকাম বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি, আর, মামলা নং-৭৯৬ (বাকেরগঞ্জ) মামলাটি দায়ের করিলে বিজ্ঞ আদালত ওসি বাকেরগঞ্জ থানাকে বিষয়টি তদন্ত পূর্বক আগামী আগামী ৪ ই ঠা এপ্রিল তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের আদেশ দেন।

এই মামলাবাজ নামে খ্যাত নুর হোসেন শুধু এই মিথ্যা মামলা দিয়েই ক্ষান্ত হন নাই এই অসহায়, সম্বলহীন, নিরীহ পরিবারটিকে পারিবারিকভাবে আর্থিক মানসিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এর পূর্বে গত ২৮ শে নভেম্বর এই ক্ষতিগ্রস্ত পরিবারকে দেশ ত্যাগ করার লক্ষে ওই মিথ্যা মামলার আসামীদেরকে পুনরায় আসামি করে ফৌজদারি কার্যবিধি আইনে মোকাম বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এমপি নং-৩০৭/২০২২(বাকেরগঞ্জ) মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করে গত ১৫ ই ডিসেম্বরের ১৩৩৬ নং স্মারকে সকল আসামিদের কে যত সময় বিজ্ঞ আদালতে উপস্থিত থাকার জন্য আদেশে প্রদান করা হয়।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে আরো জানান, তারা এই সামছের বাহিনীর দ্বারা যে কোনো সময় খুন-জখমের আশঙ্কায় শঙ্কিত রয়েছেন বলে জানান। তাই ভুক্তভোগী পরিবার বাকেরগঞ্জ থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন। নইলে এই ভুক্তভোগী পরিবারের যেকোনো সময়ে খুনখারাপি সহ প্রত্যক্ষ এই সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে। এলাকাবাসীর একাধিক সূত্রে জানা গেছে।

পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন