হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক গড়ের খাল খনন কাজ শুরু করা হবে ২৮ জানুয়ারী শনিবার। প্রাচীন লাউর রাজ্যের রাজধানী বলে খ্যাত বানিয়াচং গ্রাম।
বানিয়াচং গ্রামটির চারপাশে একটি প্রতিরক্ষামূলক গড়বেষ্টিত খাল বিদ্যমান আছে।যেটি এই গ্রাম তৈরির সাথে সাথেই সৃষ্টি করা হয়েছিলো। কালের পরিক্রমায় খালটি ভরাট হতে হতে সংকীর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা,সেচ ও পানীয় জলের জন্য গভীর ও অগভীর নলকূপে সমস্যা তৈরি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে ৭ কোটি ১৬ লক্ষ ১৫ হাজার টাকার বরাদ্দকৃত অর্থ দিয়ে গড়ের খাল পুনঃ খনন প্রকল্পের মাধ্যমে খনন কাজ শুরু করা হবে। এর আনুষ্টানিক উদ্ধোধন হবে ২৮ জানুয়ারী শনিবার।
পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্রে জানা যায়, গড়ের খাল খনন প্রকল্পের মাধ্যমে গড়ের খাল পার্ট-১ এ ১৫ কিলোমিটার ও গড়ের খাল পার্ঠ-২ এর মাধ্যমে ৪.২০০ কিঃমিঃ খনন করা হবে। একই প্রকল্পের মাধ্যমে আরও ৫টি শাখা খাল খননের মাধ্যমে মোট৩১.৬০০ কিঃ মিঃ খাল খনন করা হবে। গড়ের খাল পুনঃখননের ফলে এর প্রস্থ হবে ৭ মিটার থেকে ১.৮০ মিটার পর্যন্ত। গড়ের খালের তীরে ৪ হাজার বৃক্ষরোপন করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি বাস্তবায়ন করা হলে নৌপথ তৈরি হওয়া ও জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি অত্র খালে তৈরি হবে মাছ ও খালের তীরে পাখির অভয়রাণ্য।সেই সাথে বাড়বে সেচ সুবিধা এবং পানীয় জলের সংকট দূর হবে।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বাবুল জানান, প্রকল্পটির কাজ অত্যন্ত সতর্কতা ও নিবিড় তত্তাবধানের মাধ্যমে এগিয়ে চলছে। সকলের সহযোগীতায় খনন কাজ শেষ করা গেলে এটি বানিয়াচংবাসীর অনেক উপকারে আসবে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বলেন, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং। বানিয়াচংয়ের গড়ের খালটি একটি ঐতিহাসিক খাল।এই খাল খননের ফলে একটি সবুজ বানিয়াচং গড়ে উঠবে।এর ফলাফল হবে সুদূঢ়প্রসারী।
খাল পুনঃখননের মাহেন্দ্রক্ষনটি একটি ঐতিহাসিক ঘটনা। আমাদের পূর্বপুরুষরা কবে কখন খাল খনন করেছিলেন তা আমরা জানিনা। আমি অনেক চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরে নিজেকে গৌরাবান্বিত মনে করছি। আমি শত শত কোটি টাকার অনেক উন্নয়ন করেছি।কিন্তু গড়ের খাল পুনঃ খনন কাজটি করতে পেরে তৃপ্তি পেয়েছি। আগামী শনিবার ২৮ জানুয়ারী বানিয়াচংয়ের সকল নাগরিকদের সাথে নিয়ে আমি কাজের উদ্ধোধন করবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
পত্রিকা একাত্তর/ আকিকুর রহমান
আপনার মতামত লিখুন :