রংপুরে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ বিরামহীন ভাবে এগিয়ে চলছে


বিভাগীয় ব্যুরো প্রধান প্রকাশের সময় : ২৬/০১/২০২৩, ১০:২২ অপরাহ্ণ /
রংপুরে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ বিরামহীন ভাবে এগিয়ে চলছে

কার্যাদেশ পাওয়ার পর রংপুরে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ শুরু হয়েছে। চলছে বিরামহীন দ্রুত গতিতে। এ পর্যন্ত ২০ ভাগ সম্পন্ন হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে। ১৮ মাসের মধ্যে নির্মাণ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি বদ্ধ পরিকর।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের শেষ মাথায় সদর উপজেলার দেবীপুর-গংগাহরি মৌজায় রংপুর- দিনাজপুর সড়কের পাশে ১০ একর জমিতে ১৭জন কর্মকর্তা এবং ১২০জন শ্রমিক নভোথিয়েটার নির্মাণের নানা কাজে ব্যস্ত। বঙ্গবন্ধু নভোথিয়েটারটি নির্মাণ হলে স্থানীয় জনগণের আর্থিক সমৃদ্ধি,
বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

সূত্রমতে, একনেক বৈঠকে রংপুরে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি প্রদান
করার পর গত বছরের ৩ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়। ১২১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের ঠিকাদারী কাজ পায় এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানি।

২৮ ডিসেম্বর কার্যাদেশ প্রদান করা হয়। জানুয়ারী মাসের শুরুতে নির্মাণ কাজ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে প্রকল্পটি মনিটরিং করছে বিভাগীয় গণপূর্ত অধিদপ্তর রংপুর। এর আগে জমির সীমানা নির্ধারন ও প্রকল্পের অনুকূলে জমি হস্তান্তর করা হয়েছে। জমির ডিজিটাল সার্ভে, সয়েলটেস্ট ও ষ্ট্রাকচার ডিজাইন সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজের মধ্যে রয়েছে প্লানেটরিয়াম ভবন, অফিস ভবন, বাউন্ডারি ওয়াল এবং ডরমেটরি ভবন।

এ প্রসঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন ও গণিত বিভাগের ছাত্র ছন্দা রায় বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমরা খুব খুশি। এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ম্যানেজার কে এম নুর আহমেদ জানান, সাইট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, ষ্টোর কিপারসহ ১৭ জন কর্মকর্তা কর্মচারী দিনরাত পরিশ্রম করছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা নির্মাণ কাজ সম্পন্ন করতে চাই।

এ ব্যাপারে প্রকল্পটি দেখভালের দায়িত্বে থাকা রংপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, রংপুর অঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক শিক্ষায় শিক্ষিত করতেই বর্তমান সরকার বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পটি নির্মাণ হলে এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫ ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারী ও ৫-ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

এটি শুধু নভোথিয়েটার হবে এমনটা কিন্তু নয়, নভোথিয়েটার সংলগ্ন শিশুদের জন্য একটি পার্ক, উন্মুক্ত পরিবেশ, খেলাধুলার মাঠ থাকবে। যাতে করে বিনোদনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারে।

পত্রিকা একাত্তর/ লিমন