শেরপুরে ১টি বিদেশী ওয়ান শুটারগান, ১টি কিলিং চেইন ও ১রাউন্ড কাতুর্জ সহ মো. কামাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শেরপুর জেলার সদর উপজেলার গনই মমিনা কান্দা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
র্যাব-১৪ জামালপুর এর প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার ভাতশালা গ্রামে জনৈক মোসা. সাবিনা ইয়াসমিনের টিনের তৈরী উত্তর দুয়ারী বসতঘরের শয়ন কক্ষের ভিতর অভিযান চালিয়ে ১টি বিদেশী ওয়ান শুটারগান, ১টি কিলিং চেইন ও ১ রাউন্ড কাতুর্জসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামী কামাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে শেরপুর সদর থানার মামলা নং-১৪/৪৬৭, তারিখ ৫ জুলাই ২০২০ ইং (মাদক মামলা) এবং শেরপুর সদর থানার মামলা নং-৭৫/৯২১ তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ ইং (নারী ও শিশু নিযার্তন দমন আইনের মামলা) রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী কামাল হোসেনের বিরুদ্ধে মাদক ও আগ্নেয়াস্ত্র আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু হেলাল
আপনার মতামত লিখুন :