রাজশাহী’র বোয়ালিয়া মডেল থানা এলাকার হযরত শাহমুখদুম (রহঃ) মাজারের সামনে রেইন ট্রি গাছের নিচে একজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞাত ওই পুরুষের বয়স আনুমানিক ৮০ বছর।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেন।
পুলিশ সুত্রে জানা যায়,অজ্ঞাত মরদেহ উদ্ধার করে লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি হিমাগারে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহতের পরনে সাদা চেক লুঙ্গি, গায়ে সাদা রঙের পাঞ্জাবি ও মুখে কাঁচাপাকা দাড়ি এবং মোচ আছে। তার পরিচয় স্থানীরা বলতে পারেনি। তাঁর পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশের পক্ষে পত্রিকা ও সামাজিক মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পরিচিত কেউ তাকে সনাক্ত করতে পারলে বোয়ালিয়া মডেল থানার ওসির ০১৩২০-০৬১৪৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিস শাকিল আহমেদ জনি বলেন, স্থানীয়দের সংবাদে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাজারে থাকতেন। দিনের কোন এক ভাগে তার মৃত হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম
আপনার মতামত লিখুন :