অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৪/০১/২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ /
অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

 ২৪.০১.২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগানে ইউনাইটেড বিজনেস ক্লাব, ঢাকার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান (লোটাস), প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,
আলমডাঙ্গা থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা।

পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান