সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মারকাজুত তা’লীম মাদরাসা-লক্ষ্মীপুর, তা বাস্তবায়নে প্রয়োজন সুশিক্ষা, দীক্ষা ও অভিভাবকের সচেতনতা। আর এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বছরের প্রথমদিন থেকেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হচ্ছে শিক্ষার্থীরা’।
বুধবার ২৪ জানুয়ারি ২০২৩ ইং দুপুরে লক্ষ্মীপুরে মারকাজুত তা’লীম মাদরাসার পৃথক বই উৎসবে অত্র মাদরাসার পরিচালক এসব কথা বলেন। এসময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত হতে দেখা যায়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি।খুব শীগ্রই বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে।
মারকাজুত তা’লীম মাদরাসা লক্ষ্মীপুরের উত্তর স্টেশন ওয়েলকাম কমিউনিটি সেন্টারের সামনে।
উক্ত প্রতিষ্ঠানের বিভাগ সমূহঃ নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ সহ পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং আবাসিক অনাবাসিক ডে-কেয়ার রয়েছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ বেফাকুল মাদারিস বোর্ড কর্তৃক নিবন্ধিত।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ