ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি: হিরো আলম


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩/০১/২০২৩, ৩:১৫ অপরাহ্ণ /
ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি: হিরো আলম

বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পরে নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম। পরে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের রায়ে তিনি দুই আসনেই প্রার্থিতা ফিরে পান।

এদিকে শনিবার, ২১ জানুয়ারি সকাল থেকে বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় একতারা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন হিরো আলম। তিনি দুপুর আড়াইটার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ও সপ্তর্দী মার্কেটে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

হিরো আলম বলেন, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে চলছে। আমাকে পাগল-ছাগল বলে, এই পাগল-ছাগল এবার জনগণের ভোটে বিজয়ী হবে।

হিরো আলম একতারা প্রতীকে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে লড়ছেন। বর্তমানে তিনি নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ