রংপুরের গংগাচড়ায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে উপজেলা মডেল প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।গত ২৫ ডিসেম্বর ২০২২ইং তারিখ বিকালে গংগাচড়া উপজেলা মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪৫ দিনের জন্য গংগাচড়া উপজেলা মডেল প্রেস ক্লাবের এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি মাজহারুল ইসলাম লেবুকে আহবায়ক, দৈনিক কালবেলা প্রতিনিধি আবু শাহাদাত আহমেদ সালিমকে সদস্য সচিব ও ৭ জন কার্যক্ররী সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক আজকের জনবানী প্রতিনিধি আলি ইনহাম লিখন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ নুর ইসলাম নোবেল, দৈনিক বাংলার চোখ প্রতিনিধি সানজিম মিয়া, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি সবুজ মিয়া, দৈনিক আলাপন প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ বেতার এর উপস্হাপক মনিরুজ্জামান মনির।
গংগাচড়া “উপজেলা মডেল প্রেসক্লাব” গংগাচড়া উপজেলার সাংবাদিকদের কল্যাণে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আগামী ৪৫ দিনের মধ্যে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করবে।
পত্রিকা একাত্তর/ সানজিম মিয়া