জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ২২/০১/২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ /
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বোরো ধান খেত তৈরির জন্য সেচ পাম্প দিয়ে পানি দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ২টা দিকে উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নে পশ্চিম নাগের পাড়া এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষকের নাম মো.হোসেন মন্ডল (হুসি) (৫০)। তিনি ওই এলাকার মৃত নাছির মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১২ টা দিকে বোরো ধান খেত তৈরি করার জন্য খেতে পানি দিবার জন্য সেচ পাম্প চালু করেন। পরে দুপুর ২ টা দিকে সেচ পাম্প বন্ধ করার জন্য মেইন সুইচ বন্ধ করতে যান। বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম লিটু ঘটনার নিশ্চিত করে বলেন, বোরো খেতে পানি দিতে গিয়ে তার নিজ মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

পত্রিকা একাত্তর/ সাকিব আল হাসান