লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাবেক এমপি আবেদ মিয়ার ছোট ভাই ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. ওয়াজেদ আলী (৬৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে পাটগ্রাম পৌরভবন সংলগ্ন ফাতেমা প্রি-ক্যাডেট স্কুলের গলির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওয়াজেদ আলী (৬৫) রাত সাড়ে ৯টার দিকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন।
এসময় পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় পিছন থেকে দুর্বৃত্তরা ধারালো ছোড়া দিয়ে তার গলা ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। তবে কি কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি বলে তিনি জানান।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান